বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন, অ্যাওয়ার্ড শোয়ে তার লুক বা প্রেমের গুঞ্জন সবসময়ই মডেল-অভিনেত্রী থাকেন শিরোনামে। বয়স মাত্র ২৯ কিন্তু তার পারিশ্রমিক যেন আকাশছোঁয়া! অভিনয়ে তেমন ছাপ ফেলতে না পারলেও মডেলিং দক্ষতার কারণে অনেক শো-এর বিচারক হয়েছেন।
তার নাচেও মুগ্ধ হয়েছে সিনে প্রেমীরা, সে ছবি ফ্লপ হোক বা হিট। কিন্তু কদর কমেনি তার। তার পারিশ্রমিক নাকি এতটাই বেড়েছে যা বড় বড় অভিনেত্রীদের ছাপিয়ে যায়। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল অভিনেত্রী। তিনি আর কেউ নন, উর্বশী রাউটেলা।