শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

শরিফুলের জোড়া আঘাতে বাংলাদেশের দারুণ শুরু

আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা এড়ানোর লড়াই বাংলাদেশের । সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করলো টাইগার বাহিনী। শরীফুল ইসলামের জোড়া আঘাতে ৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে আফগানরা।

৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪ রানে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে আছেন নাজিবুল্লাহ ও হাশমতউল্লাহ শহীদি।

ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর, আব্দুল রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com