শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা এড়ানোর লড়াই বাংলাদেশের । সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করলো টাইগার বাহিনী। শরীফুল ইসলামের জোড়া আঘাতে ৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে আফগানরা।
৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪ রানে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে আছেন নাজিবুল্লাহ ও হাশমতউল্লাহ শহীদি।
ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর, আব্দুল রহমান।