রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন
পবিত্র ঈদুল আযহার দিন সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলা শাখা। মঙ্গলবার (১১ জুলাই) যোহর নামাজ পর মেলান্দহ বড় মসজিদের গেইটে এ সমাবশে অনুষ্ঠিত হয়।
বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে আবার বড় মসজিদ গেটে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করে। সুইডেন বিরোধী বিভিন্ন স্লোগান ও নারায়েতকবির ধ্বনীতে বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
বিক্ষোভ মিছিল শেষে ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলার সভাপতি মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা জামালপুর জেলার সভাপতি মাওলানা মুফতি শামছুদ্দিন, সহ-সভাপতি আমানুল্লাহ কাসেমী।
ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. সোলাইমান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলার সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. রহমতুল্লাহ আল হুসাইনী, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহাব, কোরআন শিক্ষা সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।
সমাবেশে মুসলিম উম্মার শান্তি কামনা করেন ও সুইডেনে কোরআন পোড়ানোর আসামিদেরকে দ্রুত ফাঁসির দাবি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন ইত্তেফাকুল উলামা মেলান্দহ উপজেলার সভাপতি মাওলানা মো. রুহুল আমীন।