রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
র্যাম্প মডেল হিসেবে বেশ পরিচিত মুখ তানজিয়া জামান মিথিলা। ঢাকাই ছবিতে দেখা না গেলেও বলিউডে নাম লিখিয়েছেন তিনি। হাজির হয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবেও। ক্যারিয়ারের বাইরে নিজের বিলাসী জীবনযাপন নিয়ে প্রায় সময়েই আলোচনায় আসেন সাবেক এই মিস ইউনিভার্স বাংলাদেশ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তিনি তার সিনিয়র প্রেমিককে ‘সুগার ড্যাডি’ বলতে নারাজ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মিথিলা জানিয়েছেন, বয়সে সিনিয়র একজনের সঙ্গে তিন বছর ধরে সম্পর্কে আছেন। তবে তাকে ‘সুগার ড্যাডি’ বলা যায় না। ‘সুগার ড্যাডি’ শব্দতে প্রচণ্ড আপত্তি তার।