শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
দারুণ বোলিংয়ে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৫৪ রানে ৪ উইকেট হারানো ওমান পরে তার প্রতিরোধ গড়তে পারেনি। ফলে ৪ ওভার বাকি থাকতেই মাত্র ১২৬ রানে গুটিয়ে গেছে দলটি।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ইমার্জিং কাপের ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে প্রথম বোলিং বেছে নিয়েছিল বাংলাদেশ। ৯ রানেই প্রতিপক্ষেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে দাপট প্রতিষ্ঠা করে। এরপর নিয়মিত বিরতিতেই বাংলাদেশ সাফল্য পেয়েছে।
ওমানের ব্যাটারদের মধ্যে আয়ান খানের ৪৭ বলে ২৬ রানই সর্বোচ্চ। তৃতীয় উইকেটে কাশ্যপ প্রজাপতির সঙ্গে ৪৫ রান যোগ করেন তিনি। কিন্তু এই দুজন বিদায় নেন তিন বলের ব্যবধানে। প্রজাপতি ৫০ বলে ২২ রান করে আউট হন।
এরপর শুভ পলের ব্যাট থেকে ৬৫ বলে ২৫ ও শোয়াইব খানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৩ রান। ৫০ ওভারের ম্যাচটিতে দলের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার তানজিম হাসান সাকিব। ৯ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান ও মাহমুদুল হাসান জয়।
আসরে বাংলাদেশের এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ রানে হেরেছিল সাইফ হাসানের নেতৃত্বাধীন দল।