রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন

শ্রমিকদের রেললাইন অবরোধ, সারা দেশে রেল যোগাযোগ বন্ধ

চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নেয়ার প্রতিবাদে রাজধানীর এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে রেখেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর অবস্থান শুরু করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এসময় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকরা।

বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করাসহ নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাশ বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।

এইদিকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।

রেলওয়ে সূত্রমতে, আমরা সকাল ১০টা থেকে এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেলওয়ের পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com