রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩ অপরাহ্ন

শব্দদূষণ রোধে বিএনপিকে মাইকিং করতে বারণ ডিএমপির

কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধের বিষয়কে উল্লেখ করা হয়েছে।

মাইকিং করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (১৫ জুলাই) ডিএমপির পক্ষ থেকে একথা বলা হয়।

সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচির প্রচারণার জন্য ১৬ ও ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু।

জবাবে শনিবার সাইদুর রহমান মিন্টুকে দেওয়া ডিএমপির এক চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, উক্ত বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com