রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ অপরাহ্ন

নাটকে সিনেমার গন্ধ

সময়ের সঙ্গে সঙ্গে টিভি নাটকে এসেছে পরিবর্তন। যুক্ত হচ্ছে নানা কিছু। ভিন্ন মাত্রার গল্পের পাশাপাশি থাকছে থ্রিলার-অ্যাকশন।। মারপিট-গোলাগুলি, অস্ত্রের ব্যবহার প্রায়ই দেখা যায় এখনকার নাটকে। টানটান উত্তেজনায় শেষ হয় পুরো গল্প। অ্যাকশন সিনেমার আদলে নির্মিত হচ্ছে কোনো কোনো টিভি নাটক। পারিবারিক, কমেডি ও ভিন্ন ধারার নাটকের পাশাপাশি অ্যাকশন ঘরানার নাটক নির্মাণেও মনোযোগী হচ্ছেন নির্মাতারা। বছরের অন্য সময় তো বটেই বিশেষ দিবস উপলক্ষেও প্রচারিত হচ্ছে নাটকগুলো। দর্শকরা আগ্রহী হচ্ছেন এমন গল্পে। সময়ের আলোচিত অভিনয়শিল্পীরাও অভিনয় করছেন এসব নাটকে।

সম্প্রতি চ্যানেল আইতে প্রচারিত হয়েছে নাটক ‘রবিন ভাই’। মুরসালিন শুভ পরিচালিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। গল্পে দেখা যায়, এলাকার প্রভাবশালী ব্যক্তি রবিন ভাই। তার ভয়ে এলাকার জনপ্রতিনিধিরাও হিসেব করে কথা বলেন। দূর থেকে বিরোধিতা করলেও প্রতিপক্ষরা তার মুখোমুখি হতে সাহস করেন না। তবে রবিন ভাইয়ের আক্রোশ প্রকাশ পায় অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়কারী যেই হোক তারে ছাড় দিতে রাজি নন তিনি। রক্তের সঙ্গে বেইমানি করায় নিজের চাচাত ভাইকে নিজহাতে খুন করেন রবিন।

পুরো অ্যাকশনধর্মী এই নাটকে অস্ত্রের ব্যবহার, গুলাগুলি, বোমা বিস্ফোরণ একেবারেই সিনেমার আদলে। অ্যাকশনে ভরপুর এই নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির। আরও রয়েছেন ওয়াহিদা মল্লিক জলি, রিয়াদ ও মিলি বাশার প্রমুখ।

বস্তির আধিপত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘গুন্ডা কাপল’। একসময় মেয়ে গুন্ডা অহনা বস্তিটি নিয়ন্ত্রণ করলেও নতুন করে নিয়ন্ত্রণ করতে চান পুরষ গুন্ডা শামীম। এ নিয়ে দুই পক্ষের চলে বিরোধ। অস্ত্রের ঝনঝনানিতে একপক্ষ অপর পক্ষকে হুমকি দিয়ে যায় সবসময়। অন্য এক সন্ত্রাসী মেয়ে গুন্ডাকে বিয়ে করতে অপহরণ করলেও তাকে সন্ত্রাসের আস্তানা থেকে ছিনিয়ে নিয়ে আসেন পুরুষ গুন্ডা। অবশেষে গুন্ডাদের গডফাদার ডিবি পুলিশের হাতে ধরা পড়েন। আদিফ হাসান পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন শামীম সরকার ও অহনা রহমান। আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, সিয়াম নাসির, আহমেদ ইশতিয়াক প্রমুখ।

নাটকটি প্রকাশ করেছে কে এস ইন্টারটেইনমেন্ট। ঈদের ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘টক্কা রিটার্নস’। প্রচারিত হয়েছে মাছরাঙা টেলিভিশনে। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, তানজিকা আমিন, চাষী আলম, রুমেল, পাভেল প্রমুখ। আধিপত্যকে বিস্তার করে দুই পক্ষের বিরোধই এই নাটকের গল্প। এ নাটকেও দেখানো হয়েছে অস্ত্রের ব্যবহার। হুমকি-পাল্টা হুমকি। এটি পরিচালনা করেছেন সাগর জাহান।

গত রোজার ঈদে এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় কাজল আরেফিন অমি পরিচালিত ‘দ্য কিডন্যাপার’। বড় পরিসরে শুটিং, বাজেট ইত্যাদি মিলিয়ে সিনেমার মতোই। তবে আদতে এটি একটি নাটক। দর্শকদের ভিন্ন স্বাদ দেয়ার জন্যই নাটকটি বানিয়েছেন পরিচালক। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সাবিলা নূর। গাজীপুরের গহীন জঙ্গলে এর শুটিং হয়েছে। এর ফলে অনেক বেগ পেতে হয় নির্মাতাসহ পুরো টিমকে। নাটকটির গল্পে দেখা যায়- বড় লোকের মেয়ে সাবিলাকে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে যান আফরান নিশো। এরপর তার কাছ থেকে অন্য এক দল সাবিলাকে কিডন্যাপ করে ফেলে। এতে নিশো-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন শাহীদ আলী, পাভেল প্রমুখ।

সিনেমার মতো টানটান উত্তেজনায় অ্যাকশান দর্শককে টেনেছে। মাহমুদ মাহিন পরিচালিত মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি অভিনীত ‘হাঙ্গর’ নাটকটি। নাটকটি অ্যাকশন, রোমান্স ও থ্রিলার গল্পের। নাটকটিতে মূলত কক্সবাজারের জেলে পল্লীর জীবন ও স্থানীয় প্রভাবশালী দ্বারা জেলেদের শোষণ, কিছুদিন পর পর জেলেরা সাগরে গেলে উধাও হয়ে যাওয়া গল্পগুলোই তুলে ধরা হয়েছে। একমাত্র মেয়েকে নিয়ে ছোট দম্পতির টানাপোড়েনের সংসারে বাস্তবতা ওঠে আসে ‘বাবুই’ নাটকে। মেয়ে অপহরণ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ নাটকেও সিনেমার মতো কিছু অ্যাকশন দেখানো হয়েছে। দীপ্ত টিভিতে প্রচার হওয়া এ নাটকটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। অভিনয় করেছেন খায়রুল বাসার, চমক ও শতাব্দি ওয়াদুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com