সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

ভাড়া বাড়ছে, এশিয়ার ১০ ধনীর চোখ সিঙ্গাপুরের হোটেল ব্যবসায়

করোনা মহামারিতে ধস নেমে এলেও ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে সিঙ্গাপুরের পর্যটনখাত। তাই এশিয়ার শীর্ষ ধনীদের নজর এখন সিঙ্গাপুরের দিকে। এশিয়ার অন্তত ১০ জন শীর্ষ ধনী সিঙ্গাপুরের হোটেল ব্যবসায় বিনিয়োগ বাড়িয়েছেন। এর মধ্যে রয়েছে হংকংয়ের পানসি হো ও ইন্দোনেশিয়ার সুকান্ত তানোতো। নতুন নতুন হোটেল নির্মাণে এসব ধনীরা প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন।

মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, অর্চার্ড রোডে সিঙ্গাপুরের প্রধান শপিং স্ট্রিপ। এর আশপাশে বেশ কয়েকটি নতুন হোটেল হবে। এরই মধ্যে সেখানে ১৯ তলা বিশিষ্ট হোটেল নির্মাণ করছে ইওএল গ্রুপ। হোটেলটিতে অতিথিদের জন্য থাকবে অন্তত ২০০টি কক্ষ। তবে এর পাশেই আরও একটি হোটেল নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।

গত ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার ধনকুবের মোক্তার রিয়াডির ওইউই হিলটন অর্চার্ড পুনরায় চালু করেছে। এটির অন্তত ১০৮০টি রুম নতুনভাবে সংস্কার করা হয়েছে, যেখানে প্রতিফলিত হচ্ছে সিঙ্গাপুরের কৃষি ঐতিহ্য। পাশেই রয়েছে অরেঞ্জ গ্রোভ রোড। ইন্দোনেশিয়ার আরেক ধনী বাখতিয়ার করিম তার ট্রেন্ডিং ব্র্যান্ড দ্য স্ট্যান্ডারের অধীনে সেখানে একটি হোটেল নির্মাণ করেছেন। এতে অন্তত ১৪৩টি কক্ষ রয়েছে, যা আগামী বছর চালু হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com