সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন
চলতি বছর চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পদক পেয়েছেন ক্যাটালিন কারিকো এবং ড্রিউ উইসম্যান। কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা।
সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে এ বছর বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে।
প্রযুক্তিটি মহামারীর আগে পরীক্ষামূলক থাকলেও বর্তমানে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের উপর প্রয়োগ করা হয়েছে এবং জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।
একই এমআরএনএ প্রযুক্তি এখন অন্যান্য রোগ এমনকি ক্যান্সারের জন্যও গবেষণা করা হচ্ছে। যাতে করে অদূর ভবিষ্যতে ক্যান্সারের টিকা আবিস্কার করা যায়।
ক্যাটালিন কারিকো ২০২২ সাল পর্যন্ত বায়োএনটেকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আরএনএ প্রোটিন প্রতিস্থাপনের প্রধান ছিলেন এবং তারপর থেকে তিনি কোম্পানির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও তিনি হাঙ্গেরির সেজেড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক।