বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
কদিন আগেই পাকিস্তানের সাবে ক্রিকেটার হাসান রাজা আইসিসি ও বিসিসিআইয়ের উপর দুর্নীতির অভিযোগ আনেন। তিনি দাবি করেন, ‘ভারতকে ম্যাচে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভিন্ন বল দেয়া হয়।’ তার এমন বক্তব্যে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
এখনকার দিনে কীভাবে ম্যাচের বল নির্ধারণ করা হয় সেই বর্ণনা করে ওয়াসিম বলেন, ‘ম্যাচ অফিসিয়ালরা পুরো প্রক্রিয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। তারপরও এ ধরনের মন্তব্য করা একেবারেই অযৌক্তিক।’
হাসান রাজার ওই মন্তব্যকে ‘হাস্যরসাত্মক’ বলে আখ্যা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।