বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে তিন আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বুথের দায়িত্ব থাকা শেখ মো. হাসান মেহেদী। সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয় শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় মনোনয়ন ফরমটি সংগ্রহের মধ্য দিয়ে দলটির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। এরপর আট বিভাগের জন্য স্থাপিত ১০টি বুথ থেকে ফরম বিক্রি হয়।