সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

মিস ইউনিভার্স খেতাব জিতলেন নিকারাগুয়ার শেনিস পালাসিওস

নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায় উঠেছে ‘মিস ইউনিভার্স ২০২৩’ এর মুকুট। আজ বাংলাদেশ সময় রোববার (১৯ নভেম্বর) সকালে এল সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় জমকালো এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। খবর হিন্দুস্তান টাইমস।

বিজয়ী শেনিসের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।

শেনিসই প্রথম নিকারাগুয়ান যিনি মিস ইউনিভার্স জিতেছেন। সাদা-নীলের মিশেলে নকশা করা গাউন পরে এদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন ও প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।

এবার অনুষ্ঠিত হলো ৭২তম মিস ইউনিভার্স। এতে ৯০টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এই বছর প্রথমবারের মতো মিস ইউনিভার্সের আসরে অংশ নেয় পাকিস্তান। আর ভারত থেকে ছিলেন শ্বেতা শারদা, তিনি সেরা ২০-এ স্থান পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com