বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতালকে মৃত্যুপুরী হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সংস্থাটির এক বিবৃতিতে এমন মন্তব্য করা হয়। এর আগে গত শনিবার হাসপাতালটি পরিদর্শন করে ডব্লিউএইচওর মানবিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি প্রতিনিধি দল। এ সময় সেখানে গোলাবর্ষণের চিহ্ন দেখতে পায় তারা। হাসপাতালের প্রবেশপথে একটি গণকবরের সন্ধান মিলেছে, যেখানে ৮০ জনেরও বেশি মানুষকে সমাহিত করতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।