বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে আজ লেবাননের সঙ্গে ড্র করার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। ঢাকার বসুন্ধরায় অবস্থিত কিংস অ্যারেনায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ড্র করলেও বাংলাদেশ দলের খেলায় মুগ্ধ হন কিংস অ্যারেনায় দর্শকরা।
লেবাননের সঙ্গে চারবারের মুখোমুখিতে এই প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। এর আগে ২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বের দুই লেগে যথাক্রমে ৪-০ গোলে ও ২-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এ বছর জুনে তৃতীয়বারের মতো তাদের সঙ্গে দেখা হয় লাল-সবুজ জার্সিধারীদের। ভারতের কেরালায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি হিসেবে খেলা লেবানন ২-০ গোলে হারায় বাংলাদেশকে। এবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে মধ্যপ্রাচ্যের দলটিকে রুখে দিল জামাল ভূঁইয়ার দল।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলে বিধ্বস্ত হলেও ঢাকায় লেবাননকে হারাতে প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ দলনায়ক জামাল। আজ তাদের হারাতে না পারলেও মূল্যবান এক পয়েন্ট তুলে নিল হাভিয়ের কাবরেরার দল।
প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর ৬৪ মিনিটে বাংলাদেশের বক্সের মধ্যে জটলা থেকে গোল করে লেবাননকে এগিয়ে দেন মাজেদ ওসমান। এর পাঁচ মিনিট পর তরুণ স্ট্রাইকার শেখ মোরসালিন বক্সের বাইরে থেকে নেয়া শটে অসাধারণ এক গোল করে সমতা আনেন।
‘আই’ গ্রুপের চতুর্থ দল মধ্যপ্রাচ্যের আরেক দেশ ফিলিস্তিন। আজ নিরপেক্ষ ভেন্যু কুয়েত সিটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন। আগামী বছর ২১ মার্চ ঢাকায় ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে লেবানন। তারা প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে ফিলিস্তিনের সঙ্গে। ফিলিস্তিন ও বাংলাদেশ উভয় দলের ঝুলিতে সমান ১ পয়েন্ট।
আজ ‘জি’ গ্রুপের ম্যাচে তাজিকিস্তানের কাছে ৬-১ গোলে হেরেছে পাকিস্তান। উত্তর কোরিয়া একই ব্যবধানে হারায় বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারকে।
দ্বিতীয় রাউন্ডে নয়টি গ্রুপে ৩৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ তৃতীয় রাউন্ডে উঠবে ও ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের টিকিট পাবে।