সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মিছিল থেকে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে মিছিলে ধাওয়া দিয়ে ৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম। তিনি বলেন, ‘আটককৃত ব্যক্তিরা প্রত্যেকে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা মিছিল থেকে নাশকতার পরিকল্পনা করছিল। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিদের সম্প্রতি ফতুল্লা থানায় করা নাশকতার অভিযোগে করা এক মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মিছিল করে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। খবর পেয়ে ওই মিছিলে ধাওয়া দিয়ে সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার শহিদুল ইসলাম (৪২), একই উপজেলার মাসাব এলাকার দেলোয়ার হোসেন (৫২), কৈরাব এলাকার মো. রুবেল (৩৫), হাটাবো এলাকার ইমরান হোসেন (৩৬), গোলাকান্দাইলের ইউসুফ গাজী (৩৭), দড়িকান্দির শফিকুর রহমান বাচ্চু (৫২), আড়াইহাজার উপজেলার ফতেহপুরের দ্বীন ইসলাম (৩০)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com