বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

হতে যাচ্ছিলেন পুরুষ, তার আগেই হয়ে গেলেন মা

শারীরিক ভাবে নারী হলেও মনে জাগ্রত ছিল পুরুষ সত্তা। তাই ২৮ বছর বয়সী অ্যাশ প্যাট্রিক স্কাড নারী থেকে পুরুষ হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই প্রক্রিয়া চলাকালীন এক দিনের সহবাসে অন্তঃসত্ত্বা হয়ে সন্তানের জন্ম দিলেন অ্যাশ।

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা অ্যাশ পেশায় একজন স্বাস্থ্যকর্মী এবং গবেষক।
তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে বিস্মিত হয়েছিলাম। কারণ নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার জন্য নানা রকম ওষুধ খেতে হচ্ছিল। হরমোন থেরাপি করাতে হচ্ছিল। সেই সময় অনলাইন ডেটিং অ্যাপে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। তার সঙ্গে এক রাতের সহবাসের পর এমন ঘটনা ঘটতে পারে সে কথা আমার বিশ্বাস হয়নি।

অ্যাশ জানান, সন্তানধারণের খবর পাওয়া মাত্রই তিনি হরমোন থেরাপি বন্ধ করে দেন। কিছুদিন আগে সুস্থ, ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

অ্যাশের চিকিৎসকরা বলেছেন, রূপান্তর-পর্ব চলাকালীন সন্তানধারণের ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। পুরোপুরি রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত অ্যাশের শরীরে প্রজনন অঙ্গের কার্যকারিতা একই রকম ছিল। যেমনটা সব মেয়েরই থাকে। সেই সময়ে শারীরিক মিলনের ফলে সন্তানধারণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com