সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
লন্ডনের ব্যয়বহুল মেফেয়ার ম্যানশনে ২৫ হাজার বর্গফুটের জন্য ১৩ কোটি ৮০ হাজার পাউন্ড খরচ করছেন ‘ভ্যাকসিন প্রিন্স’ হিসেবে পরিচিত বিলিয়নেয়ার আদর পুনাওয়ালা। তিনি ভারতের সিরাম ইনস্টিটিউটে প্রধানের দায়িত্ব পালন করছেন।
ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হচ্ছে, চলতি বছরে লন্ডনের সর্বাধিক ব্যয়বহুল বাড়ি ক্রয়ের চুক্তিতে স্বাক্ষর করেছেন আদর।
এ ধনকুবের প্রয়াত পোলিশ ব্যবসায়ী জ্যান কুলাইকের মেয়ে ডোমিনিকা কুলেইকের কাছ থেকে বাড়িটি কিনে নিচ্ছেন। অ্যাবারকনওয়ে নামের এ বিলাসবহুল বাড়িটি লন্ডনের হাইড পার্কের কাছে অবস্থিত। ১৯২০ সাল থেকে যেটির মালিকানায় ছিলেন জ্যান কুলজাইক।
লেনদেনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি জানান, লন্ডনের বিলাসবহুল বাড়িটি পুনাওয়ালা পরিবারের সেরাম ইনস্টিটিউটের মালিকানাধীন সম্পত্তি বলে গণ্য হবে। বলা হচ্ছে দামের দিক থেকে অ্যাবারকনওয়ে লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রিত বাড়ি।
লন্ডনের আবাসন প্রতিষ্ঠান লাক্সারি প্রোপার্টি জানায়, আবাসন খাতে চলতি বছরে সবচেয়ে বড় চুক্তি এটি। এ বছরে লন্ডনের আবাসন বাজার মন্দা যাচ্ছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।
এর আগে ২০২০ সালের জানুয়ারিতে লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি রুটল্যান্ড গেট বিক্রি হয়েছিল। এটি সাবেক সৌদি প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ২১ কোটি পাউন্ড খরচ করে নিজের মালিকানায় নিয়েছিলেন।