সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
অমিতাভ বচ্চনের কুইজ শোতে অতিথি হিসেবে আসেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। সেখানে বাবাকে নিয়ে প্রশ্ন করতে ভুল উত্তর দেওয়ায় অমিতাভ বচ্চনের ধমক খেলেন শাহরুখ-কন্যা। কি এমন প্রশ্ন করা হয়েছিল তাকে?
‘দি আর্চিজ’র মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখ-কন্যা। ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যে মুম্বাইয়ে প্রিমিয়ার হয়ে গিয়েছে এই ছবির। তবে প্রচারের কাজকর্ম এখনও কিছুটা বাকি।
এদিকে প্রায় বছরখানেক ধরে নাকি প্রেম করছেন সুহানা-অগস্ত্য। জোয়া আখতারের ‘দি আর্চিজ’র সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকাসন্তানের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউ-ই। তবে প্রেমে তেমন রাখঢাক নেই চর্চিত যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। এবার দাদার শো-তে চর্চিত প্রেমিকাকে নিয়ে হাজির হন অগস্ত্য।