শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল–দিবেইবাহের বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে। স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) রাজধানী ত্রিপোলির হেয় আনদালুস এলাকায় তার বিলাসবহুল বাড়িতে এ হামলা হয়। হামলা কারা ঘটাতে পারে সে বিষয়ে তথ্য জানা যায়নি। লিবিয়ার একজন মন্ত্রীর বরাতে খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবর বাংলানিউজের।
নাম প্রকাশ না করার শর্তে ওই মন্ত্রী বলেছেন, রোববার লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল–দিবেইবাহের বাসভবনকে রকেট চালিত গ্রেনেড দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় কিছু ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।