সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

রোনালদোর হ্যাটট্রিকে আভার জালে ৮ গোল

বয়স বাড়লেও আগেই মতোই উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। তার হ্যাটট্রিকে ভর করেই সৌদি প্রো লিগে আল আভাকে ৮-০ গোলে হারালো আল নাসর।

দেশের জার্সি ও ক্লাব মিলিয়ে এই নিয়ে ৬৫ বার হ্যাটট্রিক করলেন পর্তুগিজ গোট। চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ২৯।

পয়েন্ট টেবিলের তলানির দল আভাকে পেয়েই যেন গোল উৎসবে মাতে আর নাসর। যার শুরুটা করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ১১ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ সুপারস্টার। মিনিট দশ বাদেই লিড ডাবল করেন সিআরসেভেন।

এরপর রোনালদোর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে। অন্যদিকে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com