সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

ইরানের হুমকিতে তটস্থ ইসরাইল, শঙ্কিত যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের ভূমিতে উড়ে এসে জুড়ে বসা ইসরাইল এখন মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় অশান্তির কারণ। পশ্চিমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে দখলদার ইসরাইলের আগ্রাসনে অস্থির আরব ভূখণ্ড। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন- হামাসকে শায়েস্তা করতে নেমে এখন প্রতিদিন ইসরাইলি হায়েনাদের হাতে মারা পড়ছে শত শত মানুষ। গোটা আরব বিশ্বকেই যেন এখন চ্যালেঞ্জ জানাচ্ছে দেশটি।

এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাতেই দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালিয়ে বিপ্লবী গার্ডের জেনারেলদের হত্যা করেছে ইসরাইল। এতে ফুঁসে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। আর ইসরাইলের জন্য যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল- ইরানও হুংকার ছেড়েছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুশিয়ারি দিয়ে বলেছেন, হামলার মোক্ষম জবাব হিসাবে তেহরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত নিষ্পত্তিমূলক।

ইরানের এমন প্রতিক্রিয়ার হাঁটুতে কাঁপন ধরে যায় তেল আবিবের, রাতের ঘুম হারাম হয়ে যায় নেতানিয়াহুর। শুধু তার নয়, দীর্ঘদিনের দোসর আমেরিকাও সমানভাবে শঙ্কিত।

ইসরাইলি নেতা নেতানিয়াহু মুখে বলেছেন, যারাই তাদের ক্ষতি করছে বা ক্ষতি করার পরিকল্পনা করছে ইসরাইল তাদের ক্ষতি করবে। কিন্তু তার এ কথা অসাড় হয়ে পড়ে একদিন পরই। ইসরাইলের পরিস্থিতি এখন এমন যেন, চাচা আপন প্রাণ বাঁচা!

ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার হুমকির মুখে ইসরাইলের সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধ ইউনিটগুলোর সব ধরনের ছুটি বাতিল করেছে। শুধু কি তাই, বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরাইল। এরইমধ্যে কমপক্ষে ২৮টি দূতাবাস বা কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রয়টার্স ও বিবিসি জানিয়েছে, ইসরাইলের মধ্যাঞ্চলে জিপিএস সিস্টেম বিঘ্ন হতে দেখা গেছে। এই সিস্টেমের ওপর নির্ভর করেই বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের আক্রমণের লক্ষ্যবস্তু ঠিক করা হয়। তাই শত্রুর সম্ভাব্য গাইডেড মিসাইল ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করতে সম্ভবত এ পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিরক্ষার অংশ হিসেবে ইসরাইল এ কাজ করেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ ও গণমাধ্যমগুলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com