শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
পুরো এপ্রিল মাসজুড়েই তীব্র তাপদাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই আপাতত গরম থেকে মুক্তি মিলছে না দেশের মানুষের।
রাজশাহী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ বেশকিছু জেলায় অতি তীব্র তাপদাহ চলছে। এসব জেলায় ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপ কমবে না বলে জানানো হয়েছে।
গতকাল দেশের সর্বেচ্চ তাপমাত্রা ছিলো ঈশ্বরদীতে, ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিলো ৩৮.৪ ডিগ্রি। ঢাকার তাপমাত্রা আগামীতে আরো বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
তীব্র গরমে খেটে খাওয়া মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্যঝুঁকি জেনেও জীবিকার তাগিদে বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে তাদের।
তীব্র গরম থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ নামাজ আদায় করেছেন হাজারো মানুষ। দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি জন্য দোয়া করছেন মুসল্লিরা। গরমের কারণে মানুষের পাশাপাশি প্রাণীকূলও পড়েছে বিপাকে। বিভিন্ন হাসপাতালে বেড়ে গেছে রোগীর সংখ্যা।