বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

স্বর্ণের দাম আরও কমলো

একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরিতে দুই হাজার ১৩৯ টাকা কমিয়ে নতুন দাম ঠিক করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা। 

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, আজ বিকাল ৪টা ৫০ মিনিট থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৯৫ টাকা কমিয়ে ১ লাখ ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম কমে ৭৫ হাজার ২০৯ টাকা হয়েছে।

তবে, অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

একদিন আগে ২৩ এপ্রিল ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ১৩৬ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এখন আবারও দাম কমানোর মাধ্যমে দুদিনে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৭৭ টাকা কমলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com