বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

গাজা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভাঙনের সুর

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ভাঙনের সুর। ৮ জুনের মধ্যে গাজা নিয়ে সরকারের যুদ্ধপরবর্তী পরিকল্পনা দেয়া না হলে পদত্যাগের হুমকি দিয়েছেন ওই মন্ত্রিসভার সদস্য এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনাও করেন গ্যান্টজ। গাজায় অপরিকল্পিত কার্যক্রমকে উগ্রপন্থা আখ্যা দিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেন তিনি। দিয়েছেন সরকারের পতনের হুঁশিয়ারিও।

তবে গ্যান্টজের এই মন্তব্যকে বৃথা বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু।

এদিকে গাজার দক্ষিণের শহর রাফায় থেকে এক সপ্তাহে প্রায় ৯ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাবালিয়া ও রাফার শহরের আরও গভীরে সামরিক বহর নিয়ে প্রবেশ করেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় হামলা চালিয়ে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আহত হয়েছেন ১১০ জন।

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com