বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী উড়োজাহাজের মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হওয়ার ঘটনাকে ‘চরম ভীতিকর’ হিসেবে আখ্যা দিয়েছেন এর যাত্রীরা। ওই ঝঁকুনিতে প্লেনের ভেতরে মানুষ এবং জিনিসপত্র ছিটকে পড়েছিলো।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়ার পর উড়োজাহাজটি ব্যাংককে জরুরি অবতরণ করে।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের বলেছে, বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের ওই উড়োজাহাজে থাকা এক যাত্রীর মৃত্যু ও ৩১ জন মানুষ আহত হয়েছেন।
ব্যাংককের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ৭৩ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তি সম্ভবত হার্ট অ্যাটাকে মারা গেছেন।
কেবিন ক্রুরা যখন যাত্রীদের খাবার দিচ্ছিলেন তখনই হঠাৎ করে উড়োজাহাজটি নিচের দিকে যেতে থাকে এবং তীব্র ঝাঁকুনি খায়। অনেক যাত্রী এদিক-ওদিক ছিটকে যান। অনেকে শূন্যে ডিগবাজি খান।