সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফা ভোটের পর মঙ্গলবার স্থানীয় সময় সকালে রণক্ষেত্রে রূপ নিল বিহারের সারণ এলাকা। এ দিন দফায় দফায় বিজেপি ও আরজেডি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় একে অন্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশবাহিনী পৌঁছে। সহিংসতা যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সেজন্য দু’দিন সেখানকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। খবর এনডিটিভির।