বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
ভেন্যু, প্রতিপক্ষ কিংবা আবহাওয়া; সব কিছু বদলে গেলেও বদলায়নি বাংলাদেশের চিত্রনাট্য। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ‘লজ্জা’ নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। দুই দলের প্রথম দেখাতেই এমন বিব্রতকর কীর্তি গড়বে সাকিব-শান্তরা, তা কল্পনাতেও ভাবেনি সমর্থকরা। রীতিমতো আত্মসমর্পণ করে বাংলাদেশ।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে বড় অর্জন বলতে এর আগে কেবল আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। এবার কিনা তারাই চমকে দিল টাইগারদের। যদিও এই হারের কারণ হিসেবে উইকেটের দোষ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।