বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
রাজধানীতে প্রবল ঝড়, বৃষ্টি ও বাতাসে পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতের বিভিন্ন সময়ে খিলগাঁও থানা ও যাত্রাবাড়ী এলাকায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মরিয়ম বেগম (৪৫), মো. রাকিব (২৫) ও লিজা আক্তার (১৫)।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, খিলগাঁও সিপাহিবাগ এলাকায় আইসক্রিম গলিতে বৃষ্টির পানি দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুঁটিতে লেগে অচেতন হয়ে পরেন মরিয়ম বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরিয়ম বরগুনার বেতাগী উপজেলার মধু খাঁ এর মেয়ে। তিনি সিপাহিবাগ এলাকাতেই থাকতেন।
অপরদিকে লিজা আক্তার বৃষ্টির সময়ে বাসার পাশের টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত লিজা যাত্রাবাড়ী থানাধীন দরবার শরীফ এলাকায় ভাড়া থাকতেন। তিনি নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে।