শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
লোকসভা নির্বাচনের প্রচার চালাতে বিহারে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর একটি জনসভার মঞ্চ ভেঙে পড়েছে।
সোমবার ওই জনসভায় যোগ দেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল। অন্য নেতাদের নিয়ে যখন রাহুল মঞ্চে উঠছিলেন তখনই হঠাৎ করে মঞ্চ ভেঙে পড়ে। যদিও নিজেকে সামলে নিয়ে পড়ে যাওয়ার রক্ষা পান তিনি।
বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতীর পক্ষে ভোটের প্রচার চালাতে পালিগঞ্জে নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে যান রাহুল গান্ধী।
মিশা ভারতী লোকসভার পাটলিপুত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঞ্চ ভেঙে পড়ার একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ পোস্ট করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই।