বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

আইনের চোখে এখনও জীবিত আনার

আইনের চোখে এখনও জীবিত ঝিনাইদহ-৪ এর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।  কারণ, তাঁর মৃত্যুর আইনি কোনো প্রমাণ এখনও মেলেনি।

আর এই কারণেই আনারের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আইনবিদরা বলছেন, মৃত্যু প্রমাণিত না হওয়া পর্যন্ত তার পদ শূন্য ঘোষণা করা সম্ভব নয়। তবে সংসদকে না জানিয়ে একটানা ৯০ দিন অনুপস্থিত থাকলে আসন শূন্য হয়ে যায়।

এমপি আনারের নিখোঁজ ও খুন হাওয়ার খবর নিয়ে বেশ কদিন ধরে তোলপাড় চলছে বাংলাদেশ ও ভারতে। পুলিশ বলছে, কলকাতার ফ্ল্যাটে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে। খণ্ডিত কিছু অংশও উদ্ধার করা হয়েছে।

কিন্তু তার মরদেহ উদ্ধারের আইনি প্রমাণ এখনও মেলেনি। দেহাংশের টুকরোগুলো ডিএনএ পরীক্ষার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয় যে, সেটি আনারেরই।

তাই আইনগত কোনো কর্তৃপক্ষ আনারকে এখনও মৃত ঘোষণা দেয়নি। এই অবস্থায় আইনবিদদের ভাষ্য হলো; আইনের চোখে আনার এখনও মৃত নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com