শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
দীর্ঘ আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের আদালতে দোষ স্বীকার করে মুক্ত হয়েছেন মার্কিন গোপন দলিল ফাঁস করে সাড়া ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। মুক্ত হয়েই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
আজ (২৬ জুন) বুধবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অ্যাসাঞ্জ যেই অপরাধ করেছেন তার শাস্তি হিসেবে তিনি যে ৬২ মাস জেল খেটেছেন সেটাই যথেষ্ট বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জের বিচারক। রায়ের পর সম্পূর্ণ সাজা মুক্ত হয়ে নিজ মাতৃভূমি অস্ট্রেলিয়ার ক্যানবেরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অ্যাসাঞ্জ।
অ্যাসাঞ্জের আইনজীবী জেনিফার রবিনসন বলেছেন, অ্যাসাঞ্জের ঘটনা মুক্ত গণমাধ্যম ও জাতীয় নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে। শেষ পর্যন্ত ১৪ বছরের আইনি লড়াই শেষে জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত মানুষ হিসেবে বাড়ি ফিরতে পারছেন। এর মাধ্যমে এমন একটি মামলার সমাপ্তি হলো যা একুশ শতকে প্রথম সংশোধনীর জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে। এটি একটি বিরাট স্বস্তি।
২০১৯ সালে ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মার্কিন প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ২০১০ সালে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে ব্যাপক হৈচৈ ফেলে দেয় জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিকস।
গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশের ওই অভিযোগের দায় স্বীকারের পর অ্যাসাঞ্জের মুক্তি মিললেও মার্কিন বিচার বিভাগ একটি বিবৃতিতে বলেছে, জুলিয়ান অ্যাসাঞ্জ বিনা অনুমতিতে আর যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন না।