শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
রোববার (৭ জুলাই) দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে শরিফুলের ক্যান্ডি দাঁড় করায় ১৭৫ রানের সংগ্রহ। জবাব দিতে নেমে ১৭ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় গল মারভেলস।
দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বল তুলে দেন শরিফুলের হাতে। প্রথম পাঁচ বলে তিনটি বাউন্ডারি হজম করলেও শেষ বলে দৃশ্যপট বদলে দেয় এই টাইগার পেসার।
শরিফুলের করা বলটা ডিকওয়েলা বাতাসে ভাসিয়ে দেন। ঠাণ্ডা মাথায় ক্যাচটা ধরেন আন্দ্রে ফ্লেচার। প্রথম ওভারেই ডিকওয়েলাকে ফিরিয়ে ক্যান্ডির শিবিরে স্বস্তি এনে দেন তিনি। তৃতীয় ওভারে আরও একবার বোলিংয়ে আসেন শরিফুল। এবারে ছিলেন দারুণ কিপটে।