বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন

হুতিদের কাছে টানছে রাশিয়া, বিপদ দেখছে আমেরিকা

মধ্যপ্রচ্য সংকটে সব সময়েই যেন, ‘ধরি মাছ না ছুঁই পানি’ অবস্থানে বিশ্বের অন্যকম ক্ষমতাধর দেশ- রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন কি করবেন, তা বলে কয়ে করেন না। যখন যেটা করা দরকার ঠিক সেটাই করেন। আর তাঁর সব চালের একটাই উদ্দেশ্য, সেটি হলো চিরশত্রু আমেরিকাকে ঘোল খাওয়ানো। গেলো চারটি বছর ধরে তো জো বাইডেনকে রীতিমতো চরকির উপর ঘুরাচ্ছেন পুতিন।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলি অভিযানের শুরু থেকেই মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে আছেন পুতিন। বলছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই সমাধানের একমাত্র উপায়। কিন্তু তার কথায় কান দেন না ইসরাইলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রধান দোসর জো বাইডেন। উল্টো সঙ্কট আরও তীব্র করে নিরীহ ফিলিস্তিন ও আরবদের উপর নির্বাচারে হামলা চালিয়ে।

তবে, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিরোধ লড়াইয়ে হাজির লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আর ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠি হুতি। তাদের সঙ্গে আছে ইরাক-সিরিয়ার ইসলামিক যোদ্ধারা। ইরান সমর্থিত এই প্রতিরোধ অক্ষের দাপটে এখন রীতিমতো ত্রিশঙ্কু অবস্থা ইসরাইলের। বিশেষ করে লোহিত সাগরে হুতিদের একের পর এক সফলতায় এখন দিশেহারা ইসরাইলের বন্ধু পশ্চিমারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com