বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
ভারতে লোকসভা আসনে উপনির্বাচনে বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিয়েছে সরকার বিরোধীদের নির্বাচনী জোট ‘ইন্ডিয়া’। গত বুধবার অনুষ্ঠিত সাতটি রাজ্যের ১৩টি আসনের উপনির্বাচনে এগিয়ে রয়েছেন তারা।
উপনির্বাচনের ভোট গণনায় দেখা গেছে ইন্ডিয়া ব্লক ইতোমধ্যে দুটি আসন জিতে নিয়েছে এবং অন্য ৯টি আসনে এগিয়ে রয়েছে।
পাঞ্জাবে আম আদমি পার্টির মহিন্দর ভগত জলন্ধর-পশ্চিম আসন থেকে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা চারটি আসনে এগিয়ে রয়েছেন। প্রতিটি আসনে বিজেপি পিছিয়ে রয়েছে।