সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেসবুক আইডির মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন তিনি। তবে এবার পেজ নিয়ে বিপাকে পড়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। তিনি জানান, তারও একটি ভেরিফাইড পেজ ছিল। তবে সেটি ২০১৪ সালে হ্যাক হয়ে যায়। এরপর নানা ধরনের পোস্ট করা হয় সে আইডি থেকে। তবে ‘মাহিয়া মাহি’ নামেই চলছে সেই পেজ। মাহি আর পেজটির নিয়ন্ত্রণ ফিরে পাননি। সেই পেজের লিংক দিয়ে এ নায়িকা লিখেছেন, এই ভেরিফাইড পেজটা আমার কন্ট্রোলে নেই।