সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

দুর্বল ব্যাংক বাঁচাতে আন্তঃব্যাংক বাজার থেকে নগদ সহায়তা : গভর্নর

তারল্য সংকটে জেরবার কয়েকটি দুর্বল ব্যাংককে সচল রাখতে বিভিন্ন হিসাব–নিকাশ বিবেচনায় রেখে বাংলাদেশ ব্যাংকের জামিনদারিতে আন্তঃব্যাংক বাজার থেকে নগদ টাকার ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন গভর্নর আহসান এইচ মনসুর।

নগদ টাকার অভাবে গত দুই সপ্তাহের বেশি সময় গ্রাহকের চাহিদা মত টাকা দিতে পারছে না ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক। উদ্ভূত সংকট মোচনের দিক নির্দেশনা নিয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এসে গভর্নর আহসান মনসুর বলেছেন, এসব ব্যাংক যে তারল্য সংকটের মধ্যে আছে, তা সমাধান করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি, সীমিত আকারের হলেও গ্রাহককে তার অর্থ ফেরত দেওয়ার মত ব্যবস্থা করতে। এসব ব্যাংককে ‘বেইল আউট’ করতে গেলে ২ লাখ কোটি টাকার দরকার হবে। এর সমপরিমাণ টাকা ছাপালে ম্যাক্রো ইকোনমি স্ট্যাবিলিটি নষ্ট হয়ে যাবে, বৈদেশিক মুদ্রার দর ১৫০ টাকা ছাড়িয়ে যাবে, মূল্যস্ফীতিও ২৫ (শতাংশ) ছাড়িয়ে যাবে। আমরা চাচ্ছি মূল্যস্ফীতি কমিয়ে এনে ডলার দরকে আপাতত ১২০ টাকার মধ্যেই রাখতে। খবর বিডিনিউজের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com