সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

মোরসালিনের গোলে ৬ মিনিটেই বাংলাদেশের লিড

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে রাকিব হোসেনের অ্যাসিস্টে ভুটানের জালে বল জড়ান মোরসালিন। এই গোলে অবশ্য নেপালের গোলরক্ষকের ভুলটাই বড় ভূমিকা রেখেছে।

 

মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডানপ্রান্ত দিয়ে এগিয়ে যান রাকিব হোসেন। কর্ণার লাইনের ঠিক আগে মোরসালিনের উদ্দেশে বল ক্রস করেন তিনি। সরাসরি বলের কাছে পৌঁছাতে পারেননি মোরসালিন। নেপালের গোলরক্ষক বল সরাসরি হাত দিয়ে না ধরে সেটাকে অন্যদিকে ঠেলে দেয়ার চেষ্টা করেন। কিন্তু ক্লিয়ার করতে পারেন না। বল চলে যায় মোরসালিনের কাছে। ডি-বক্সের মধ্য থেকে জালে বল জড়াতে ভুল করেননি তরুণ এই স্ট্রাইকার।
 
প্রতিপক্ষের মাঠে শুরুর ত্রিশ মিনিট দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমণ করলেও একটির বেশি গোল অবশ্য আদায় হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৩০ মিনিটে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। 
 

এ ম্যাচের জন্য ৪-৪-২ ফরম্যাশনে দল সাজিয়েছেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে এই ম্যাচে সুযোগ দেয়া হয়নি। তার অনুপস্থিতিতে মধ্যভাগে আছেন ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা, মো. সোহেল ও মোহাম্মদ রিদয়। জামাল ভূঁইয়া একাদশে না থাকায় এ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড তপু বর্মণের বাহুতে।
 
জামাল ভূঁইয়ার মতো তারিক কাজীও এ ম্যাচে নেই। কাজীকে দুই ম্যাচের সিরিজের স্কোয়াডেই রাখেননি ক্যাবরেরা। ভুটানের বিপক্ষে রক্ষণের দায়িত্ব সামলাবেন সাদউদ্দিন, শাকিল হোসেন, তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। গোলের নিচে আছেন মিতুল মারমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com