শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে,নিহতদের ৮ জন উত্তর গাজার জাবালিয়ায় হালিমা আল-সাদিয়া স্কুলের শরণার্থী তাঁবুতে ছিলেন। আর ৫ জন ছিলেন মধ্য গাজার নুসেইরাত শিবিরে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের অভ্যন্তরে কর্মরত সন্ত্রাসীদের উপর সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।