বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ কাল জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না তপু

দুুট প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ভুটানে। এরই মধ্যে গত বৃহষ্পতিবার প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। প্রথম প্রীতি ম্যাচের জয়ে কেবল স্বস্তিই ফিরে আসেনি, ভুটানের প্রতিকূল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে জয় পাওয়ার আত্মবিশ্বাসও জন্মেছে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে । একইসঙ্গে কাটানো গেছে ২০১৬ সালের সেই হারের ভয়ও। তপু বর্মনের কথায় তারই প্রতিধ্বনি। দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলের অভিজ্ঞ ডিফেন্ডার বললেন জয় ছাড়া তাদের সামনে বিকল্প নেই কিছুই। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আগামীকাল রোববার ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে জিতেছিল হাভিয়ের কারবেরার দল। প্রথম ম্যাচের পরই রাকিব হোসেনের ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে শঙ্কা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ কারবেরা। গতকাল শুক্রবারের অনুশীলনে রিকভারির দিকে গুরুত্ব দেওয়ার কথা জানালেও রাকিবকে নিয়ে পরিষ্কার কোনো বার্তা দেননি টিম ম্যানেজার আমের খান। গতকাল ১০–১২ টা পর্যন্ত রিকভারি সেশন ছিল। ফান, গেমস, যেগুলো করলে মানসিকভাবে ছেলেরা ভালো বোধ করে সেগুলো করা হয়েছে। রাকিব গত বৃহষ্পতিবার আঘাত পেয়েছে। এখন তার চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com