নগরকণ্ঠ ডেস্ক
- শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪ /
শনিবার (৭ সেপ্টেম্বর) ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক রিয়াল ফরোয়ার্ড রদ্রিগো। এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে সেলেসাওরা।
সাম্বার তাল যতটা সুন্দর হওয়া যায়, রদ্রির পা যেন তার চাইতেও অনন্য সুন্দর। ৩০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে তার দৃষ্টিনন্দন শট, ব্রাজিলের ফুটবলের জন্য যেন হয়ে থাকল দারুণ একটা লাইফলাইন।
অবশ্য এর আগের সময়টা শঙ্কার। শঙ্কাটা এমন জেগেছিল যে বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারে ইতিহাসের সবচাইয়ে সফল দল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে ইতিহাসের প্রথমবারের মতো টানা ৩ হার ও ১ ড্র তেমনই ইঙ্গিত দিচ্ছিল সেলেসাও ভক্তদের। তবে দলটার নাম যে ব্রাজিল। তাদের ছাড়া বিশ্ব আসর সেটা কীভাবে সম্ভব?