বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
ড্রাফটের আগে সরাসরি চুক্তির মাধ্যমে জিম্বাবুয়ের টি-টেন লিগ জিম আফ্রোতে খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন। ২২ বছর বয়সী লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস। একই দলে তার সঙ্গে খেলবেন জেমস নিশাম ও দাসুন শানাকা। কিছুদিন আগে রিশাদ বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসেও দল চুক্তিবদ্ধ হয়েছেন।
দ্বিতীয় মৌসুমের ড্রাফট অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের আইকন ও গ্লোবাল স্টারদের সরাসরি চুক্তিবদ্ধ করেছে। সরাসরি চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, জেমস নিশাম, আসিফ আলী ও কার্লোস ব্র্যাথওয়েট।