নগরকণ্ঠ ডেস্ক
- শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪ /
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘দ্যা বাকিংহাম মার্ডারস’ সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন একতা।
এসময় সাংবাদিকরা একতাকে নারী নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন করেন। এ প্রশ্নের উত্তরে একতা বলেন,
নারী সুরক্ষার বিষয়টি আরও বেশি গুরুত্ব দিতে সবক্ষেত্রেই নারীদের নেতৃত্ব দেয়া প্রয়োজন। যেমন ধরুন, যদি একটি সিনেমা পরিচালনা করেন একজন নারী, প্রযোজনার আসনে যদি নারী থাকেন, তাহলে সেই সিনেমায় নির্দ্বিধায় অনেক নারীরা যোগদান করতে পারবেন। এতে নারীদের মন থেকে ভয় কাটবে সেই সঙ্গে তাদের কর্মসংস্থানেরও বিস্তৃতি ঘটবে।