শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
রাতভর মস্কোর আশপাশে অন্তত ১৫টি ড্রোন ভূপাতিতের দাবি করেছেন রাশিয়ার কর্মকর্তারা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)কর্মকর্তারা জানান, এই ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়। এর জেরে মস্কোতে ৩০টিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এছাড়াও রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক এবং লিপেটস্ক অঞ্চলে ৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নররা। তবে সেসব এলাকায় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।