বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
আর্জেন্টিনা কলম্বিয়া সমর্থকদের বিবাদে জড়িয়ে পড়ার কথা কি আপনাদের মনে আছে? কোপা আমেরিকার ফাইনালের পর আবারো মুখোমুখি এই দুই প্রতিপক্ষ। এবার কলম্বিয়ার ঘরের মাঠ রবার্তো মেলেন্ডেজ মেট্রোপলিটান স্টেডিয়ামে নামবে এই দুই দল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে মঙ্গলবার রাত আড়াইটায় মুখোমুখি হবে কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট।
গত সপ্তাহে পেরুর সঙ্গে ড্র করে ঘরে ফিরেছে কলম্বিয়ানরা। গত পাঁচ ম্যাচে দলটির ৩ জয়ের বিপরীতে দুইটি ড্র। ২০২২ সালে নেস্তর লরেঞ্জো কলম্বিয়ার কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে দারুণ করছে দলটি। ২৩ বছরের মধ্যে প্রথমবার কোপা আমেরিকার ফাইনালে যায় কলম্বিয়া। এমনকি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে এই ম্যাচ জিততে। ওই ম্যাচ হারার আগে টানা একটি ম্যাচেও হারের মুখ দেখেননি লরেঞ্জো। সুতরাং কোপার ফাইনালে পরাজয়ের হিসেব চুকোনোর পালা এসেছে লরেঞ্জোর দলের সামনে।
কলম্বিয়া লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৩ পয়েন্টে নিয়ে তিন নম্বরে আছে। অন্যদিকে শীর্ষে থাকা আর্জেন্টিনা ১৮ পয়েন্ট নিয়ে বেশ এগিয়ে আছে সবার চেয়ে।