শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
ফরাসিদের হারিয়ে নেশন্স লিগ শুরু করা ইতালি নিজেদের অবস্থান আরও শক্ত করলো। ইসরায়েলকে ২-১ গোলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। লিগ ‘এ’র গ্রুপ-২ এর ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান শীর্ষে। ফরাসিরা তিন পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। বেলজিয়ামেরও সংগ্রহ তিন পয়েন্ট।
নিরাপত্তা শঙ্কা থাকায় ম্যাচটা হয়েছিল নিরপেক্ষ ভেন্যু বুদাপেস্টে। তাই আবহটা ছিল শান্ত। বিরতির আগে ৩৮ মিনিটে ইতালিকে লিড এনে দেন ফ্রাত্তেসি। ঘণ্টা খানেকের মাথায় রিবাউন্ড থেকে স্কোর ২-০ করেছেন ময়েসে কিন।