শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

কাউন্টি ক্রিকেটে সারেতে সাকিবের অভিষেক

পাকিস্তান সিরিজ শেষ করে গত ৪ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তরা। মাঝের এই সময়্‌টাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড গেছেন সাকিব আল হাসান। গতকাল সোমবার কাউন্টি ক্রিকেটে সারের হয়ে অভিষেকও হয়ে গেলো সাকিবের। উৎসবমুখর পরিবেশে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন সতীর্থরা। সমারসেটের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেললেন টাইগার অলরাউন্ডার। অভিষেকটা একেবারে মন্দ হয়নি সাকিবের। ২৩ ওভার বল করে ৬০ রান খরচায় একটি উইকেট নিয়েছেন সাকিব। টন্টনে টস জিতে ব্যাট করতে নেমেছিল সমারসেট। প্রথম দিনে চা বিরতি পর্যন্ত সমারসেট ৪ উইকেটে ১৬০ রান করেছে। সাকিবের দলে খেলছেন ররি বার্নস (অধিনায়ক), ডম শিবলি, রায়ান প্যাটেল, বেন গেডস, বেন ফোকস, সাকিব আল হাসান, টম কারেন, জর্ডান ক্লাক, ক্যামেরন স্টিল, কেমার রোচ, ডেনিয়েল ওরেল। টন্টনে আগেও খেলেছেন সাকিব। এই মাঠে তার রেকর্ডও ভালো। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ম্যাচে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাকিব। কাউন্টি ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল আগেই। তবে সারের হয়ে এবারই প্রথম। এর আগে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। এসব ম্যাচে ৪১২ রানের পাশাপাশি সাকিবের নামের পাশে জলজল করছে ৪২টি উইকেট। সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলবেন তিনি। এরপর যোগ দেবেন ভারত সফরের বাংলাদেশ দলে। এক ম্যাচের জন্য হলেও সাকিব এখানে নিজের ইমপ্যাক্ট রেখে যেতে চান। তিনি বলেন সারে পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব। এখানে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি এখানে এসেছি ইমপ্যাক্ট রাখতে এবং দলকে লক্ষ্যপূরণে সাহায্য করতে চাই। সাকিবকে পাওয়া নিয়ে সারের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট বলেন যখন সাকিবের মানের একজন খেলোয়াড়কে পাওয়ার সুযোগ থাকে, তখন ক্লাবের জন্য সিদ্ধান্তটি সহজ ছিল। আমরা জানতাম মৌসুমের একটা নির্দিষ্ট সময়ে উল্লেখযোগ্যসংখ্যক ক্রিকেটার ইংল্যান্ড দলের দায়িত্বে চলে যাবে। বিশেষ করে দুজন স্পিনিং অলরাউন্ডারকে আমরা মিস করব। সাকিব ব্যাট এবং বল হাতে ব্যাপক অভিজ্ঞতা ও অসাধারণ স্কিল বয়ে আনবে, যা সারেতে দেখার অপেক্ষায় আছি আমরা। এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। ১১ ম্যাচে ১৯৩ পয়েন্ট নিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে শীর্ষে রয়েছে সারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com