বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতে পাচারকালে ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে জব্দ করেছে বিজিবি ৬০ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল।

ইলিশ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটেলিয়ন।

বিজিবি ৬০ ব্যাটেলিয়ন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খারেরা বিওপির একটি টহল দল অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী পিলার ৩০৬৭/এম থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ প্লাস্টিক বস্তায় থাকা ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

অভিযানের সময় জড়িত কোনো ব্যক্তি না পাওয়ায় ইলিশ মাছ পচে যাওয়ার আশঙ্কায় কাস্টমসের মাধ্যমে নিলাম করা হয়। নিলামে নয় লাখ বিরানব্বই হাজার টাকায় বিক্রি করা হয় ৬২০ কেজি ইলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com