বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

আবারও ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ জব্দ

বিজিবির সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বিজিবি ৬০ সুলতানপুর ব্যাটালিয়ানের সালদা নদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭/২- এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক এলাকা থেকে ককশিটে মোড়ানো ১৭ টি বক্স থেকে ৪৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে ৯ লাখ ৬৮ হাজার টাকায় ইলিশগুলো বিক্রি করে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের বিরোধী এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com