বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ভ্লাদিমির পুতিনের পশ্চিমের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি প্রসঙ্গে। আর তাতেই মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বললেন, ‘আমি যতক্ষণ কথা বলছি আপনি চুপ করে থাকুন। ঠিক আছে?’
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, যদি পশ্চিম ইউক্রেনকে রাশিয়ায় হামলা করার জন্য পশ্চিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তার মানে তারা সরাসরি যুদ্ধে নেমে পড়েছে। আর তাহলে যুদ্ধের চরিত্রটাই বদলে যাবে। সেক্ষেত্রে বাধ্যতই ‘সিদ্ধান্ত’ নিতে হবে রাশিয়াকে। তার কথা থেকে পরিষ্কার, তিনি পশ্চিমি বিশ্বের সঙ্গে সরাসরি লড়াইয়ের ইঙ্গিতই করেছেন। ন্যাটোর সদস্য দেশগুলি অর্থাৎ আমেরিকা ও ইউরোপের দেশগুলির নামোল্লেখও করেছেন তিনি।